কবিতা

দাদু | মাহাতাব আলম চৌধুরী

মাহাতাব আলম চৌধুরী::

দাদু তুমি কত্তো ভালো,
গল্প তুমি বলো।
তোমার সাথে ঝগড়া করে
লাগে আমার ভালো।

দাদু তোমার লাঠিখানা নিয়ে মারি দৌড়,
দাদু তুমি মারবে বলে করো আদর।
দাদু তোমার চশমা আমি লুকিয়ে রাখি যখন,
সারা ঘরে আমায় খুঁজ চশমা লাগে না তখন।

দাদু তোমার স্টাইলটা লাগে আমার বেশ,
তোমার মতো সেজে আমার আনন্দের নেই শেষ।
দাদু তোমার পানের ডাটা চুরি করে খাই,
দাদু তুমি সব জেনেও চুপ থাক হাই।
তুমি নাকি বড্ড রাগী,
কই মারো না তো আমায়।

তোমার মতো বন্ধু বলো
আর কোথায় পাই।

Please follow and like us:

Related Articles

Check Also
Close
Back to top button