খবরাখবর

রাউজানে মা সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রাউজান: চট্টগ্রামের রাউজানে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মরহুম এবি.এম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৩ সালে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত ৪০জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।

উদ্বোধক ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পর্ষদের আহবায়ক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর ৪নম্বর ওযার্ডের কাউন্সিলর শওকত হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া

সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সুলতান আহমদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাহউদ্দিন, ডা. মুকুল কান্তি রায়, মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষক অশোক তালুকদার, সমীর কান্তি ভট্টাচার্য্য, দীপঙ্কর চৌধুরী, শিক্ষক উর্মিলা বড়ুয়া, জাহানারা বেগম, ফাহমিদা বেগম, রোজিনা আকতার, রাজিয়া সুলতানা, শুদ্ধশীল বড়ুয়া, অভিভাবক নাহিদা বেগমসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তি পরিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ রাউজানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম এবিএম ফজলে রাব্বি চৌধুরী স্মরণে গত দুই বছর ধরে বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

Please follow and like us:

Related Articles

Back to top button