শিল্প ও সাহিত্য

ছয় ঋতুর পরম্পরা

লেখক, শর্মি বড়ুয়া::

আমার দেশের ছয় ঋতুর
রূপের নেই কো শেষ।
এ যে চোখ জুড়ানো
অপূর্ব বাংলাদেশ।

গ্রীষ্ম আসে নানান ফলে
বিরাট সম্ভার নিয়ে,
এই ঋতুতে সূর্যি মামা
দিন শুরু করে প্রচন্ড দাবদাহ দিয়ে।

বর্ষাতে নদী নালা
পূর্ণ কানায় কানায়,
চারদিকে সুগন্ধ ছড়ায়
কদম কামিনী জুঁই আর কেঁয়ায়।

শরৎ এলে খোলা আকাশ জুড়ে
মেঘেদের খেলা,
এদিক ওদিক তাকালেই দেখি
কাশফুলের মেলা।

হেমন্তে দেখা মেলে
ফসল তোলার ঘোর,
শিশির ঝড়া দূর্বাঘাসে
ঝলঝল করা ভোর।

শীতকালেতে চারিদিকে
সাদা কুয়াশার চাদর,
শীতের ভোরেতে ভুলা যায়না
পিঠাপুলির সমাদর।

সব ঋতুকে পিছে ফেলে
আসে ঋতুরাজ বসন্ত,
সেই ঋতুতে কোকিলের গান
নানা ফুলে মুখরিত দিগন্ত।

লেখক, শর্মি বড়ুয়া।
শ্রেণিঃবিএসএস (১ম বর্ষ)
নোয়াপাড়া ডিগ্রি কলেজ, রাউজান, চট্টগ্রাম।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button