শিল্প ও সাহিত্য

ধামমাজেদির গ্রেট বেল

সালসাবিল করিম চৌধুরী::

সূর্যোদয় আর সূর্যাস্তের খোলা
আকাশে ডিঙি নৌকা আর
বড় বড় জাহাজের ধোঁয়া
ওঠা নিঃশ্বাসের শহরে,
দুটো হৃদয়ের নার্ভাল সিস্টেম
যেখানে ন্যাপ্রোক্সিনের কাছে
অসহায় সেখানে এক বর্ণ,
দুই বর্ণ সুরের মূর্ছনায়
ব্যাথানাশক এক অকৃত্রিম দিন যেন প্রকৃতির অনন্য, অনবদ্য উপহার।

মেরুদণ্ডের ভেতরে প্রচন্ড এক ব্যথায় গোঙাতে থাকা একটা মৃত স্নায়ুকে ইন্টারভার্টিবাল ডিস্ক চাপ দিয়ে দিয়ে
বিনা অপরাধে হাজতে থাকা
কয়েদিকে যেন কাঁদাচ্ছিল বহুদিন,
শত সহস্র কাল।

আজ যেন মুক্তি সূর্যোদয় আর
সূর্যাস্তের নীল আর গেরুয়া শহরে।
ধানের শীষ থেকে বেরিয়ে আসা
সাদা রঙের ফিউশন করা ভাতে
ছিল সাদাকালো অতীতের রঙ।
গরম গরম নিঃশব্দে আর ছোঁয়াছুঁয়িতে ছিল ইলেক্ট্রিফাইড ক্যাবলের দখল।কিছুটা লজ্জা, কিছুটা অস্বস্তি মিলেমিশে

যেন স্কুল পালিয়ে প্রেমের স্বাদগ্রহণ।
লজ্জায় চোখ নামানো,চুলের ভাঁজে
হাত লাগানো যেন বুকের ভেতর রেঙুন সাগরে ভুপাতিত সেই বিখ্যাত
ধামমাজেদির গ্রেট বেলের স্পন্দন।

 

ছবি: লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক।

লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ,
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কবি ও প্রাবন্ধিক।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button