শিল্প ও সাহিত্য

বাংলা আমার

সাইফুল ইসলাম চৌধুরী::

বাংলা আমার খেলার সাথী
বাংলা চোখের জ্যোতি
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভালোবাসা।

বাংলায় করি গান
বাংলা মোদের মান
বাংলাতে গাই খোদা-রাসূলের শান
অলি আল্লাহর গুণগান।

বাংলা লিখে কত জনার
মুকুট শোভেছে শিরে
আলাওল, নজরুল, রবিন্দ্রনাথ
আছে আরো এ কাতারে।

আছে কী মোদের স্মরণে
বাংলা মোরা পেয়েছি কেমনে
কত মায়ের শূন্য করে বুক
ভবে এলো মাতৃভাষার সুখ।

আজকের এদিনে
দয়াল প্রভুর সনে
তুলে দু’হাত
করি ফরিয়াদ
সব ভাষা শহীদের
কামনা করি মাগফিরাত।

হে মালিক, জানি তুমি মহান
তুমি সর্বশক্তিমান
মাতৃভাষার তরে যাঁরা
সালাম রফিক বরকত জব্বারেরা
হাসিমুখে দিয়েছেন প্রাণ
স্বর্গীয় সুধা করাও তাঁদের পান।

সাইফুল ইসলাম চৌধুরী
লেখক: কলামিস্ট ও কবি

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button