খবরাখবর

রাজস্থলীতে অগ্নিদগ্ধ দোকানির মৃত্যু

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি):: রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ দোকানি দীপংকর দাশ (৩৮) মারা গেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দীপংকরের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজস্থলী বাজারে আগুনের ঘটনা ঘটে। আগুনে দীপংকর দাশ (৩৮) নামে স্থানীয় একটি কুলিং কর্নারের মালিক দগ্ধ হয়েছে। দীপংকর দাশ উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা ও মৃত অমর দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারে আগুনে। আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

এসময় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান আনে। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেছে জরুরি বিভাগের চিকিৎসক। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান দীপংকর দাশ।

Please follow and like us:

Related Articles

Back to top button