খবরাখবর

কাপ্তাইয়ে ছাদ থেকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

অর্ণব মল্লিক, কাপ্তাই:: রাঙামাটির কাপ্তাই আল আমিন নূরিয়া দাখিল মাদরাসা ও শিশু সনদ এতিমখানার ছাদ থেকে পড়ে আহত শিক্ষার্থী মোঃ সুলতান মাহামুদ মারা গেছে।

আজ রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যায়। উক্ত শিক্ষার্থী মাদরাসার ৪র্থ শ্রেণীর ছাত্র। এর আগে রোববার বিকাল ৫টার দিকে মাদরাসার ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

মাদরাসা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তানা জানান, রোববার বিকাল ৫টায় মাদরাসা ছাদে উঠে খেলা করার সময় হঠাৎ পা পিছলে সুলতান মাহামুদ নিচে পড়ে যায়। এতে সে মাথায় ও হাতে গুরুতর জখম হয়। প্রথমে স্থানীয় নতুনবাজার ফার্মেসীতে নিয়ে গেলে অবস্থার খারাপ দেখে রাতে চট্রগ্রাম মেডিকেল হাসপালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী সেখানে মারা যায়। নিহত শিক্ষার্থীর পিতা রফিক উদ্দিন চট্রগ্রাম জেলার অক্সিজেন এলাকায় বসবাস করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাপ্তাই আল-আমিন দাখিল মাদরাসা কমিটির সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর জানান, নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মাদরাসা ভবনের ছাদে উঠে খেলা করার সময় হঠ্যাৎ পা-পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলো।

৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, অসাবধানতা বসত ছাদে উঠে খেলা করার সময় ছাদ হতে পড়ে দুর্ঘটনা শিকার হয় শিশুটি।

এদিকে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনা সত্য এ ব্যাপারে মামলা হবে এবং তদন্ত হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button