শিল্প ও সাহিত্য

রাধাচূড়া

সালসাবিল করিম চৌধুরী::

বিশাল এক রাধাচূড়া,
লাল শাড়িতে মোড়ানো
অপরূপ সুন্দর এক বৃক্ষ।
সারা অঙ্গজুড়ে তার ভরা যৌবন
ধীরে ধীরে মৃত্যুপথযাত্রী।
বিজ্ঞাপনের পেরেকের আঘাতে
আঘাতে ছিদ্র হয়ে যাওয়া
ক্ষতের জায়গায় রক্তক্ষরণ
আজ ক্যান্সারে রুপান্তর।

রাধাচূড়া মারা যাবে
আর যুগ যুগ ধরে
এই পথ ধরে হেঁটে যাওয়া
তৃষ্ণাদগ্ধ পথিক হাহাকারে
হাহাকারে সূর্যালোকে পুড়ে যাবে।
কত কত বিজ্ঞাপন,
কত শত আশার বাণী
এতে ঝুলে ছিল বিনা কারণে।
মনুষ্যত্ব বিবর্জিত মানুষ
মিথ্যার বিজ্ঞাপনে ধ্বংস করেছে
প্রকৃতির এই অপরূপ শোভাকে।

বুঝিনি কখনও ওঝা, ঝাড়ফুঁক
আর যৌন রোগের প্রচারণার
ফাঁদে রাধাচূড়াকে কেন
অসময়ে এমন প্রাণ দিতে হল।
আজ এই রাধাচূড়ার গায়ে
পাখির আঁচড় নেই,
নেই কোনও কোকিলের ডাক।
অভিমানে আর বিনা অপরাধে সাজা পাওয়া এই বিশাল বৃক্ষদেবী
আজ বোবা কান্নায় মৃয়মান।

লেখকঃ সালসাবিল করিম চৌধুরী,  প্রভাষক, ইংরেজি বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ
রাউজান, চট্টগ্রাম।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button