শিল্প ও সাহিত্য

স্বাধীনতা

উম্মে হাবিবা চৌধুরী::

তুমি দূর্বাঘাসে শিশির কণা
ফুল ফুটানো কলি,
ঝরা ফুলের মালা
কবিতার ছন্দ,
গল্প লেখার পদাবলি।

তুমি বহতা নদীর কলতান
তুমি পাহাড়ের উচ্চতা,
সাগরের গর্জন।
তুমি সূর্য উঠা সকাল
তুমি সূর্যাস্তের গোধূলি লগন।

তুমি ছেলে হারানো বিধবা মায়ের
করুণ আর্তনাদ,
তুমি স্বামীহারা রমণীর
দমবন্ধ হওয়া হাহাকার,
তুমি সম্ভ্রম হারানো বোনের
ক্ষত হওয়া কষ্ট জমাট বাঁধা,
তুমি মেহনতি কৃষকের ঘাম ঝরানো
শস্য ফলানো সোনালী জমিন
আমার আত্মপরিচয়ের ঠিকানা,
তুমি লক্ষ প্রাণের উৎসর্গে পাওয়া
অর্জিত স্বাধীনতা,
আমার প্রিয় জন্মভূমি
স্বাধীন বাংলাদেশ
‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’

লেখক, উম্মে হাবিবা চৌধুরী

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button