কলকাতা কমন পিপলস

কোলকাতায় কাজ শুরু করলো: প্রেমানু ফাউন্ডেশন

কলকাতা প্রতিনিধি:: কোলকাতার শ্যামবাজারের অঞ্চলের ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করলো প্রেমানু ফাউন্ডেশনের সদস্যরা।

দিল্লীতে দীর্ঘদিনধরে শিশুদের অধিকার নিয়ে কাজকরা সংগঠনটি প্রথম কাজ শুরু করলো কোলকাতায়। কোভিড অতিমারীর সম্মুখীন হয়ে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান,কবে পরিস্থিতি স্বাভাবিক হবে নিশ্চিত ভাবে বলতে পারছেনা কেউ ই। এই পরিস্থিতিতে ছাত্র -ছাত্রী দের শিক্ষার আঙ্গিনায় ধরে রাখতে সচেষ্ট হল প্রেমানু ফাউন্ডেশন। শিক্ষা সামগ্রী ও মাস্ক এন ৯৫ মাস্ক বিতরণের পাশাপাশি সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলতে ছাত্র -ছাত্রী এবং অঞ্চলের মানুষের মধ্যে সচেনতনতার প্রচার করলো সংগঠন টি।

সংগঠনটির কোলকাতার প্রতিনিধি শুভজিৎ দত্তগুপ্ত জানান ,”প্রেমানু ফাউন্ডেশন বহুদিন ধরে দিল্লীর বিভিন্ন প্রান্তে কাজ করলেও কোলকাতায় এই প্রথম কোনো কর্মসূচী পালিত হলো। আমরা আগামী দিন আরো ব্যাপক কর্মকান্ড নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুর মাঝে যাওয়ার চেষ্টা করবো। “

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button