কলকাতা কমন পিপলস

প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রয়াস

কলকাতা:: করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে শুরু হওয়া লক ডাউনে কর্মহীন হয়ে পড়া  অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলো We are The Common People এবং  Gunj পূর্বে ও সংগঠন দুটি যৌথ উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলো  কোলকাতায়, দ্বিতীয় দফায় এই কর্মকান্ডের অংশ হিসেবে মঙ্গলবার (৬ জুলাই) এবং শুক্রবার (৯ জুলাই ) কলকাতা পুরসভার ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়, পাশাপাশি পথ শিশুদের হাতে বিশেষ ভাবে তুলে দেওয়া হয় মাস্ক ,জুস্ এবং কেক।

আয়োজক সংগঠন দুটির তরফ থেকে We are The Common People এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন ,”আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর, তাদের মুখের হাসি ফোটানোর। আপনাদের কেও অনুরোধ জানাবো  যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাড়ানোর। ত্রান নিয়ে ফিরে যাওয়ার সময়ের তাদের মুখের হাসি যে প্রশান্তি আপনাদের দিবে তা লাখ টাকা দিয়েও আনতে পারবেন না।

তিনি এই কর্মসূচীর  পাশে  দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান গুঞ্জ ঠিমের ইফতেকার আহমদ ,অর্পিতা মল্লিক ,সুরেন্দ্র সিং এবং সৌম্যদীপ চ্যাটার্জী কে।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button