শিল্প ও সাহিত্য

বৃষ্টিস্নাত বর্ষা

উম্মে হাবিবা চৌধুরী::

বরিষণ পুঞ্জীভূত মেঘঘন
দম্ভোলি হাওয়া,
ঝরো ঝরো জলধারা
গগনও আষাঢ় শ্রাবণও বারিধারা,
চমক চমক মেঘমেদুর
বিজলীঝলক
কাঁদে গর্জে অম্বরি।

বিরহ বিধূর মদির সমীরণ
স্নিগ্ধ সজল স্বপ্নমধুর
স্মৃতিময় মনোমঞ্জুরী।

বর্ষার ঘনঘটা
উৎসব জাগা
ধরণীর শুষ্ক বীথিকা
গ্রীষ্মের ধুলি ধূসর,
বনকুঞ্জ হিজল তমালের
সবুজ প্রান্তর
মুখরিত হোক অঝরো বাদল ছায়ায়।

বর্ষা রাগিনী মেঘমন্দ্রিত ছন্দ
তটিনীর বুকে অংকিত স্রোতচিহ্ন
দীপ্ত দামিনী ধবল উন্মত্ত
মৃদঙ্গধ্বনি।
দিক্ দিগন্ত দুকূল চাপা
প্লাবিত ধারা
হিল্লোল পারা
কল্লোল তরঙ্গ
সমুদ্র মোহনা।

বর্ষা নেমেছে
হাসছে ফুল
ফুটন্ত কদম্ব
নুয়ে পড়েছে শাখা
রক্ত জবা
মেলেছে রং কৃষ্ণচূড়া
লাল আভা,
নোলক হয়ে দুলছে গাছে
হলদে গন্ধ চাঁপা।

বৃষ্টি ঝরা বর্ষা
অলস বেলা
মেঘমাল্লার দূরন্ত পবন,
ঝিরি ঝিরি হাওয়া
দেয় দোলা
তনুমন করে উচাটন
দিবস যামিনী,
শুভ্র সূচী হরষ সরস
মেঘকজ্জল বরষা
প্রসবণে ভেসে যাক
গ্রীষ্মের জীর্ণজরা
সবুজ আবর্ণে পূর্ণ হোক
বসুন্ধরা।

Please follow and like us:

Related Articles

Back to top button