খবরাখবর

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

অজগরটি অবমুক্ত করছে বনবিভাগের কর্মীরা

অর্ণব মল্লিক, কাপ্তাই:: রাঙামাটি শহরের লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, অজগরটি গত মঙ্গলবার রাতে রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ রাঙামাটি শহরের টিটিসি, কল্যানপুর এর একটি বাড়ি থেকে উদ্ধার করে
কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করেন।

পরে অজগরটি উর্ধতন বন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এদিকে অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট ৭ ইঞ্চি এবং ওজন প্রায় ৪ কেজি বলে তিনি জানান।

প্রসঙ্গত, কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বণ্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button