আমার ক্যাম্পাস

রাউজানে স্টুডেন্ট কেয়ার স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:: চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কমলারদিঘি পাড়ের স্টুডেন্ট কেয়ার প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী সাহেদ মজুমদারের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ মাসুদ পারভেজ।

অতিথি ছিলেন, গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক মাস্টার, স্কুল পরিচালনা কমিটির পরিচালক মাওলানা জয়নাল আবেদীন, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।

শিক্ষক সৈয়দা সাঈদা আকতার সামুর সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ শিরিন আকতার, তানজিনা শরিফা, রেবেকা সুলতানা, নাঈমাতুন্নেছা, মাওলানা রোকন উদ্দিন, সৈয়দা মায়মুনা নূর সাদিয়া , মাওলানা মো: হামিদ, শাহিন সুলতানা, আরিফা জাহান চৌধুরী, মাওলানা লানা মনির উল্লাহ, ফাতেমা তুজ জোহরা, মো: এমরান, সাবেকুন্নাহার প্রমুখ।

শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ছবির ক্যাপশন- চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া স্টুডেন্ট কেয়ার প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:

Related Articles

Back to top button