খবরাখবর

মহাকালের নক্ষত্রপূঞ্জ পূর্ণ শশি মিলাদুন্নবী (সাঃ)

উম্মে হাবিবা চৌধুরী::

পুণ্যবতী স্নেহময়ী মাতা
আমিনা মায়ের গর্ভে
আল্লাহর পিয়ারা হাবীব(সাঃ) এর জন্ম ছিল
আল্লাহর সৃষ্টি জগতে
অসাধারণ অনন্য অভূতপূর্ব এক পর্ব।
আরশ কুরশি লওহে মাহফুজ
স্বয়ং মহান আল্লাহ
ফেরেস্তা জগতসহ সমস্ত মহাকাশ হয়েছিল
খুশীর আনন্দে মাতোয়ারা উদ্বেলিত।

নবী নবী নবী
প্রিয় নামে
জাগল হাওয়া
পাগল পারা
পড়লো সাড়া,
মধুর সুরে
ঝরো ঝরো
রহমতের ধারা
নুরের শিখা
জগত জুড়িয়া।
“সাল্লু আলাইহি
ওয়া আলিহি
ওয়া সাল্লিমু তাছলিমাহঁ”

“আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাছুলুল্লাহ(সাঃ),
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবীবুল্লাহ”

ওরে ও পূবাল হাওয়া→
পশ্চিমে যাও কাবার পথে,
নূর নবীজির রওজা মোবরকে,
আমার সালামখানি লইয়া।

“ঝালওয়া গারহো ঝালওয়া গারহো ইয়া ইমামাল মুরছালিন,
ঝালওয়া গারহো ঝালওয়া গারহো ইয়া রাহামাতুল্লিল আলামীন।”

অধর্ম, কুসংস্কার, চরম হানাহানি, নীতিহীনতা,
অমানবিক পাশবিকতা, বর্বরতা,
নৈরাজ্যপূর্ণ অন্ধকারাচ্ছন্নময়
জাহেলিয়াতের যুগে
ধূসর মরুর বুকে
আরবের নিরক্ষর জাতির মাঝে
পথ প্রদর্শক, আলোর দিশারী
বিশ্ব মানবতার মুক্তির দূত
নবী হযরত মুহাম্মদ মুস্তফা(সাঃ) এর শুভাগমন
এই ধরাধামে।

“ঝালওয়া গারহো ঝালওয়া গারহো ইয়া ঝলওয়ায়ে ইয়ে নূরে খোদা,
ঝালওয়া গারহো ঝালওয়া গারহো ইয়া মুহাম্মদ মুস্তফা(সাঃ)”

মরুর বুকে ফুটন্ত গোলাপ
মরুর দুলাল
সুবাসিত ফুলের সৌরভ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী
বিশ্বময় দিলেন ছড়িয়ে
মুক্তির বারতা শান্তির বারতা।

মহাকালের নক্ষত্রপূঞ্জ পূর্ণ শশির কিরণ→
রক্তের হোলিখেলা দুরাচার পাপাচার
ব্যভিচার হলো তাই অবসান।
ঈমানের দীপ্ত শিখায়
উঠলো সবাই জাগি
আল্লাহ নামের মধুর সরাব পিয়ে
ভুলে গিয়ে সব বিভেদ হিংসা
হলো সবাই জড়ো
এক কালেমার ছায়াতলে
উদ্ভাসিত আলোয়।
❝লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)❞
সকলের তরে মমতা তাঁহার
তিনি শফিয়্যাল মুজনাবীঈন।
বিলাদাত হ্যায় হাবীবে কিবরিয়াকি,
শাফিয়ে রোজে মাহশর মুস্তফা কি।।

সুন্নাত ও আদর্শ তার সমুন্নত করে
সমগ্র জগতবাসির তরে,
দিলেন সাড়া ১২ই রাবিউল আওয়ালে
মহান রবের সান্নিধ্যে।
সাম্য মৈত্রী মানবতার কান্ডারী
মোহাম্মদুর রাসুলুল্লাহ(সাঃ)।
উঁছিলায় যার
সৃষ্টির আবর্তে
জেগেছে ছন্দ প্রতিনিয়ত
ব্যঞ্জনময় শব্দতরঙ্গ,
আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর,
ধ্বনি-প্রতিধ্বনি
আকাশ-বাতাস প্রকম্পিত
যার নাই কোনো তুল্য।

“ঝালওয়া গারহো ঝালওয়া গারহো সৈয়্যদে খায়রুল বাশার,
ঝালওয়া গারহো ঝালওয়া গারহো আয় মেরে নূরে নজর”
“সাল্লিমু ইয়া ক্বাউমু বাল
সাল্লু আলা সদরিলা আমিন,
মুস্তফা মা যা আ ইল্লা
রাহমাতুল্লিল আলামিন”

ইয়ে মুহাম্মদ ইয়া মুহাম্মদ
কহতে কহতে
দম্ নিকাল যায়ে
দম্ নিকাল যায়ে।
আমিন।

Please follow and like us:

Related Articles

Back to top button