কলকাতা কমন পিপলস

পরিবেশ দূষণ ও প্লাস্টিক ব্যবহার বন্ধে কোলকাতার নাগরিক সমাজের সাইকেল র‍্যালি

কলকাতা:: পরিবেশ দূষণ ও প্লাস্টিক ব্যবহার বন্ধে কোলকাতার নাগরিক সমাজের সাইকেল র‍্যালি।

স্বামী বিবেকানন্দ এর জন্মদিবসে তার পৈতৃক বাসস্থান থেকে রাজভবন অবধি সাইকেল র‍্যালি করলো কোলকাতার নাগরিক সমাজ।

পরিবেশ বান্ধব যান সাইকেল কে আরো বেশী জনপ্রিয় করতে ও পরিবেশ দূষণ সম্পর্কে মানুষ কে সচেতন করতে আয়োজিত এই সাইকেল র‍্যালি কে রাজভবনে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

অংশগ্রহণ কারী দের তরফ থেকে We are The Common People এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান,প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ, পাট বা সুতির কাপড়ের ব্যাগের ব্যবহার করার জন্য সবাইকে সচেতন করতে, দূষণ মুক্ত পরিবহন হিসাবে সাইকেল বা ট্রাম কে জনপ্রিয় করতে আজকের উদ্যোগে যেভাবে যুব সমাজ সামিল হয়েছে তাতে আগামী সময়ে পরিবেশ প্রেমী দের এই আন্দোলন আরো শক্তিশালী হবে এই বিষয়ে আমরা আশাবাদী।

Please follow and like us:

Related Articles

Back to top button