শিল্প ও সাহিত্য

নীল চৈতীর আকাশ

দুর্লভ মজুমদার::

প্রিয়,
জানো “নীল ” রংটায় আমার প্রচন্ড নেশা। আমি আসক্ত হয় নীলের মাঝে। প্রতিটা নীলের ভাঁজে ভাঁজে,
যেমন,
ধরো তোমার পড়া লীল চুড়ি, নীল শাড়ীটা,এমনকি নীল আকাশটাতে ও,
জানো ?
আমার খুব ইচ্ছা করে পুরো নীল আকাশটাকে খাতা বানিয়ে আমি সমস্ত আবেগ আর ভালোবাসা দিয়ে লিখে দেই,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি,শুধু তোমাকে ভালোবাসি।
চিঠির ভাঁজ করে একটা নীল খামে ভরে আলতো একটা চুমু একে পাঠিয়ে দেই, তোমার কাছে।
সবাই তো লাল বা গোলাপী গোলাপ দেয় তাদের প্রিয়তমাকে,
আর,
আমার কি ইচ্ছা করে জানো?
একটা পুরো নীল গোলাপের শহর তোমাকে উপহার দেই।
ভালোবাসি তো তোমায়।
যেমন
তুমি চাও বা তার চেয়ে বেশি, প্রতিটা সকাল শুরু করতে চাই মায়া জড়ানো ভালোবাসা বলে, বৃষ্টি শেষে যখন রংধনু তার রং ছড়িয়ে তার নিজেকে বিলিয়ে দেয় আকাশ জুড়ে।
আর আমি তখন শুধু নেশা ধরা নীলটাকে খুঁজে ফিরি নীল আকাশ জুড়ে।
আমি নীল টাকে তোমাকে উপহার দিতে চাই?
নীলে আমার খুব নেশা।

আজও ভালোবাসি তোমাকে

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button