খবরাখবর

রাউজানে বার্মিজ অজগর উদ্ধার

রাউজানে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে লোকালয়ে খাবারের সন্ধানে এসে একটি বার্মিজ অজগর সাপ ধরা পড়েছে। মঙ্গলবার (১৬-জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৯নম্বর পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের বশির মোহাম্মাদ শাহ পাড়ার এলাকা থেকে স্থানীয় লোকজন বিশাল এই অজগর সাপটি আটক করেন।

খবর পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ টিমের সদস্যরা অজগরটি সাপটি উদ্ধার করে বন কর্মকর্তাদের সহায়তায় সাপটি পাহাড়ে অবমুক্ত করেন। এসময় সাপটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। সাপটির আনুমানিক ওজন ৪০ কেজি লম্বায় প্রায় ১৫ ফুট।

স্থানীয় যুবক মো: ইমরান হায়াৎ খান ভোরের ডাককে বলেন,‘এলাকার বসতঘরের পাশে সাপটি ঘোরাঘুরি করছিল এলাকার এক মহিলা দেখতে পেয়ে চিৎকার করলে। পরে স্থানীয় লোকজন এসে সাপটি আটক করেন। পরে স্নেক রেসকিউ বাংলাদেশ টিমকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন বলেন, বিশাল এই অজগর দেখতে পেয়ে এলাকার লোকজন আটক করেন। পরে স্নেক রেসকিউ টিম ও বন বিভাগের সহযোগিতায় সাপটি পাহাড়ে অবমুক্ত করা হয় বলে জানতে পারি।

Please follow and like us:

Related Articles

Back to top button