কলকাতা কমন পিপলস

অন্নসেবা কর্মসূচীর মাধ্যমে কোলকাতার অসংগঠিত শ্রমিকদের সহায়তা

কলকাতা:: বিগত একমাসের বেশীও বেশি সময় ধরে চলতে থাকা লকডাউনে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে খাদ্য-সহায়তা কর্মসূচী চালিয়ে যাচ্ছে we are the common people সংগঠনের সদস্যরা।

গতকাল (২৭-জুন) রবিবার শ্যামবাজার অঞ্চলের পাঁচ শত মানুষের কাছে খাওয়ার পৌঁছে দেওয়া হলো সমাজকর্মী শ্রী দীনেশ খেমকার শ্রী নারায়ণী নমঃ নমঃ এবং we are the common people সংগঠন দুটির তরফ থেকে।

লকডাউনে বিপর্যস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি অঞ্চলের ফুটপাথবাসী মানুষেরা এই পরিষেবার সুযোগ লাভ করেন।

কর্মসূচীর উদ্যোক্তাদের মধ্যে থেকে we are the common people এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান, লকডাউনের শুরুর দিনথেকে we are the common people এর তরফ থেকে একক ভাবে এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন গুলির সহযোগিতায় ত্রাণের কাজ চলছে। কর্মসূচী দীনেশ খেমকা জীর সহযোগীতা ও অংশ গ্রহণে সার্থক ভাবে করা সম্ভব হয়েছে।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button