আমার ক্যাম্পাস

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আমির হামজা, রাউজান: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩-মার্চ) রবিবার সকাল ১০ থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় ৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণের কথা থাকলেও ১হাজার ৪৮৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকালে কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন।

এ সময় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল-সহ ভর্তি কমিটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় চুয়েটের ১২টি বিভাগে ভর্তির জন্য নিয়মিত ৯২০ আসনের পাশাপাশি ১১টি উপজাতি কোটা-সহ মোট ৯৩১টি আসন রয়েছে বলে জানা গেছে।

আগামী ১৮ই মার্চ রাতে ফলাফল প্রকাশ করা কথা রয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button