কবিতা

কারে বলো তুমি কালো

ইশরাত জাহান তালুকদার::

কারে বলো ভাই কালো তুমি
আর কারে বলো তুমি ধলো?
কালো-ধলো সব চিন্তা চেতনার
বাহিরে নেই তার গাঢ়ো!
কালোতো তোমার হিংসা ভাবনা
কালোতো তোমার মন্দ,
কালো-ধলোর ফাঁরাক গুণতে
বেঁধেছো মহা দ্বন্ধ!
কারে বলো ভাই কালো তুমি
আর কারে বলো তুমি অন্ধ?
অন্ধতো তোমার জাগ্রত ধ্যান
খুঁজে পাওনা ন্যায়ের গন্ধ!
কালোতো তোমার অন্দর হতে
খুঁজে-ফেরা পরের রন্দ্র,
অন্যের দোষে অন্যকে সাধো
বুঝনা ভালোর ছন্দ!

কারে বলো ভাই কালো তুমি
আর কারে বলো তুমি ধলো?
জাগতিক আর মহাজাগতিকে
যত কালোদের গুণ ভালো!
কালোতো তোমার অন্যের সুখে
নিজের হারানো কেন্দ্র,
কালোতো তোমার অসভ্য জ্ঞান
করতে সভ্যকে পদ শূন্য!
ধলো হলো ভাই ন্যায় বিচার
আর ভালোবাসায় হাজারো অব্দ,
ধলো হলো ভাই মানুষে মানুষে
সাম্য-সততা রপ্ত!
ধলো হলো ভাই অন্যায় কাজে
নিজেকে করা শক্ত,
ধলো আর কালো বর্ণে সাধেনা
সাধে ভাই দিবা-রাত্র!

কালো হলো ভাই রাত্রির মালা
পরম শান্তির সপ্ত,
সেই সপ্তের পূর্ণ সাধনে
দিবা আসে নিয়ে মত্ত!
দিবা ছাড়া কি ভাই রাত্রি আসে
রাত্রি ছাড়া দিবা ভ্রষ্ট,
কালো-ধলো আশির্বাদে
ধরণী হয়েছে শ্রেষ্ঠ!
কালো-ধলো ভাই মানব কর্মে
নয়তো বর্ণের কষ্ট,
কালো বলে ভাই সেই মানবেরে
কোরোনা পথভ্রষ্ট!
কারে বলো ভাই কালো তুমি
আর কারে বলো তুমি ধলো,
মহাত্মা আর ম্যান্ডেলাকে
কালোর প্রতীক ধরো!

Please follow and like us:

Related Articles

Back to top button