খবরাখবর

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ৪ কর্মীর জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন

অর্ণব মল্লিক:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার্ষিক কর্ম পরিকল্পনার আওতায় দাপ্তরিক/মাঠ পর্যায়ের কাজ সুষ্টুভাবে সম্পাদনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করলো কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ৪ কর্মী।

আজ শনিবার (২২জুলাই) দুপুর ২টায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জনকারী ৪ কর্মকর্তা-কর্মচারীকে পুরষ্কারের চেক, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো.নুরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বন সংরক্ষক কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ কাইয়ুম।

স্বাগত বক্তব্য রাখেন সদর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কাপ্তাই পাল্পউড দপ্তর প্রধান সহকারী মো.আনোয়ার হোসেন।

এদিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজভিলা রেঞ্জ কর্মকর্তা মো.কামাল হোসেন, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো.শাহিন মিয়া, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের দপ্তরে কর্মরত মো.গোলাম সাখলাইন এবং রাইখালী চেক স্টেশন এর কর্মচারী মো.হাসান।

অনুষ্ঠানে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এডমিন/অর্ণব/বিহঙ্গ

Please follow and like us:

Related Articles

Back to top button