অবসর । মিশকাত জাহান মিশু
মিশকাত জাহান মিশু::
আজকে আমি একাই বসবো
বিকেলবেলায়।
বারান্দার টেবিলটাকে খুব সাজিয়ে
চীনামাটির সাদা মগে
ঢেলে নিবো কড়া লিকার খাঁটি।
আজকে আমি চায়ে একটু চিনিই নিবো
সাথে নিবো ঝালমাখানো মুড়ির বাটি।
অনেক বেছে তাক থেকে নামিয়ে নেবো
প্রিয় বই; অনেকখানি ধুলোমাখা পুরনোটাই।
আজকে আমি আকাশ দেখবো সময় নিয়ে,
মগ্ন হবো ওই আকাশের বিশালতায়।
হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এলে,
খুব আদরে পা দুখানা ভিজিয়ে নেবো।
আজকে আমি সবুজ ঘাসে পা গলিয়ে
একটু না হয় ফড়িং হবো।
অনেক রাত্রি চাঁদের সাথে
থাকবো জেগে,
একটুখানি গাইবো গান ভিজিয়ে গলা।
আজকে আমি একাই
জমাবো আসর,
নিজের সাথেই হবে নিজের গল্প বলা।
অনেক বেলা ঘুমিয়ে রবো
এপাশ ওপাশ, থাকবেনা সকাল সকাল জাগার তাড়া।
যখন সবাই তাড়াহুড়োয় বেরিয়ে যাবে
একাই আমি ইচ্ছেমতো
ঘুরবো পাড়া।
একা একা এই পৃথিবীর অলিগলি হেঁটেই যাবো,
পরেরদিনের নেই কোনো পিছুডাক।
আজকে আমার নিমন্ত্রণ অবসরের,
সময় যেখানে যেমন ছিলো,
তেমনই থাক।
লেখকঃ মিশকাত জাহান মিশু, কবি ও শিক্ষক।