রাউজানে ট্রাক ও সিএনজি সংঘর্ষে আহত ৬
আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক পুলিশ সদস্য ৬ যাত্রী আহত হয়েছে।
৩ ডিসেম্বর রবিবার বিকালে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রাউজান রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, জলিল নগরের দিক আসা রানীরহাটমুখী ময়দাবাহী একটি ট্রাক রং সাইটে আসা যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সিএনজি চালিত অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যাত্রী ও চালক আটকা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে মাসুম নামে এক পুলিশ সদস্য, সিএনজি চালক রাব্বি, অটোরিকশা যাত্রী মোতালেব মেম্বার এবং দুই বছরের শিশুসহ ৬জন গুরুতর আহত হয়।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাউজান থানার উপপরিদর্শক আজিজুল হাকিম বলেন, ট্রাক ও সিএনজি টেক্সীর সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।