খবরাখবর

রাউজানে কালবৈশাখীর তান্ডবে গাছপালা ভেঙ্গে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

আমির হামজা, রাউজান: কালবৈশাখীর তান্ডবে চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় সড়কের পাশে ও বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়েছে।

কাপ্তাই সড়কে ৩৩হাজার কেবি বিদ্যুৎ খুটি ভেঙে যানচলাচল বন্ধ হয়ে পড়েন।

পরে স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন ও বিদ্যুৎ অফিসের লোকজন কয়েকঘন্টা কাজ করে সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করেন। গতকাল সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা রাউজানে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

এছাড়াও বিভিন্ন এলাকায় কিছু কিছু কাঁচা ঘরবাড়ি বাতাসে উড়িয়ে নিয়ে যায়। ৬ মে সোমবার দুপুরে প্রবল বর্ষণ ও প্রচন্ড জোরে বাতাস বয়ে যায়।

রাউজান নোয়াপাড়া সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, হাফেজ বজলুর রহমান সড়কসহ রাউজানের বিভিন্ন এলাকার সড়কের পাশে রোপন করা অনেক ফলজ গাছ ভেঙ্গে যায়। কালবৈশাখীর তান্ডবে অনেক গ্রামে বসত ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

রাউজানের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্থ হয় বলে স্থানীয় সূত্রে যানা গেছে।

এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, কাল বৈশাখীর তান্ডবে রাউজানে গাছপালা ভেঙ্গে পড়েছে কিছু কিছু এলাকায়। কয়েকটি পরিবারের বসতঘর বিধস্থ হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button