খবরাখবর

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

আমির হামজা, রাউজান: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ।

আজ (৭ মে) মঙ্গলবার সকালে হালদা নদীর রাউজান অংশে ভাঁটার শেষ সময়ে ডিম ছাড়ে মা মাছ।

জানা যায়, এপ্রিল থেকে জুন মাসে যেকোনো সময়ে এই নদীতে কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়ে। তবে পূর্ণিমা বা অমাবস্যার জোঁ থাকতে হয়। এবার অমাবস্যার জোঁতে ডিম দিয়েছে মা মাছ।

গত সোমবার দুপুরে প্রচুর বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পাহাড়ি ঢল নেমে আসে। মঙ্গলবার সকালে মা মাছ ডিম ছাড়ে।

রাউজানের ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরন্জন দাশ, সন্তোষ দাশ, সুজিত দাশ ও সুনিল দাশ জানান, তারা মইশকরম এলাকার চইল্যাখালিতে সকালে ১১ টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন। প্রতিটি নৌকায় গড়ে ২ থেকে ২.৫ বালতি করে ডিম সংগ্রহ করেছেন।

হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.মো.শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হালদা নদীর রাউজান অংশে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। নদীতে ডিম সংগ্রহকারী জেলেরা প্রায় ১১ টি নৌকা করে ডিম সংগ্রহ করেছেন। প্রতিটি নৌকায় গড়ে তারা ২ থেকে ২.৫ বালতি করে ডিম সংগ্রহ করেছেন বলে জানান।

তিনি বলেন ৬ মে থেকে ১০ মে পর্ষন্ত হালদায় কার্পজাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে।

Please follow and like us:

Related Articles

Back to top button