ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার ৩ প্রবাসীর মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

ওমান সংবাদদাতা:: ওমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৮-এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে ঐ প্রবাসীরা সালালাহ থেকে মাস্কাটগামী একটি প্রাইভেট কার যোগে আসার পথে আল তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
প্রবাসী’রা জানান, নিহত তিনজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলায়, নিহতরা হলেন, বেতাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুনগুনিয়া বেতাগী বালুরচর এলাকার মোঃ নুরুল আবছার (৪৬), পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মোঃ জাহেদ (৪১) ও সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা সূচিয়া পাড়া এলাকার মোহাম্মদ সালাউদ্দিন (৪২)।
তাঁরা তিন জন ওমানের রাজধানী মাস্কাটের একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁরা মাস্কাট থেকে কিছু দিন আগে সালালাহ নামক স্থানে কাজ করতে গিয়ে ছিলেন, কাজ শেষ করে আসার পথে এই ঘটনার শিকার হন।
একই কোম্পানির অন্য এক প্রবাসী জানান, মোঃ নুরুল আবছার ২০ বছর, মোঃ জাহেদ ৬ বছর ও মোঃ সালাউদ্দিন ৫ বছর যাবৎ একই কোম্পানিতে কর্মরত আছেন।
সেই দেশের স্থানীয় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছেন। এদিকে ওমানে ৩ প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশি ও নিহতদের পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
বিএন/হামজা/মুন্না