রাউজান-নোয়াপাড়া সড়কের প্রায় দুই’শ গজ সড়ক পথ খালের দিকে ধস

প্রদীপ শীল, রাউজান:: রাউজান -নোয়াপাড়া সড়ক সেকশন-১ সড়কের ডোমখালী এলাকায় প্রায় দুই’শ গজ সড়ক পথ এখন পাশের খালে ধসে পড়তে যাচ্ছে।
উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগের ব্যস্ততম সড়কটিতে এখন যানবাহন চলাচল করছে ঝঁকি নিয়ে।
স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, এই সড়কটির প্রায় দেড় কিলোমিটার পথ ডোমখালী খালের সাথে। খালের জোয়ার ভাটার পানির চাপে সড়ক পথটি প্রতিনিয়ত ক্ষতি হয়।
পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেছেন গত এক দশক আগে খালের ভিতর সড়কটি ধসে যাওয়ার অবস্থা দেখে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সড়ক ও জনপথ বিভাগে জরুরী ভিত্তিতে ধস থেকে সড়ক পথটি রক্ষায় প্রকল্প গ্রহন করতে বলেন। ওই সময় সংসদ সদস্যের নির্দেশে সওজ ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ প্রায় দুই’শ মিটার এলাকায় খালের ভিতর প্রতিরক্ষা দেয়াল দেয়। এই দেয়ালে কয়েক বছর ধস বন্ধ থাকলেও গত প্রায় চার বছর থেকে আবার ধস শুরু হয়।
বিশেষ করে যেখানে প্রতিরক্ষা দেয়া দেয়া হয়নি সেখানে প্রতিবছর ধসের ঘটনা ঘটে। এই অবস্থার মধ্যে এই সড়কের ধস ঠেকাতে কর্তৃপক্ষ দফায় দফায় সেখানে অস্থায়ী ভাবে সংষ্কার কাজ করে এতদিন যানবাহন চলাচল স্বাভিক রেখেছে। সম্প্রতি দেখা যায় আগে যেখানে প্রতিরক্ষা দেয়াল দেয়া হয়েছে সেখানেও এখন সড়ক পথটি ধসতে শুরু করেছে।
এখন ডোমখালী জমিদারপাড়া মসজিদের কাছে সড়কটির একটি বড় অংশ খালের মধ্যে ধসে যেতে শুরু করেছে।
যানবাহন চালক ও যাত্রীরা বলেছে ধসের যাওয়া স্থান দিয়ে এখন যাওয়া আসা করতে হচ্ছে অত্যান্ত ঝুঁকির মধ্যে। সড়ক পথে চলাচলকারীরা জানায় অতিদ্রুত ব্যস্ততম সড়কটি ধস ঠেকাতে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়বে।
বিষয়টি নিয়ে কথা বলতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর টিএ-টি ফোনে রিং করলেও কেউ ফোন রিসিভ করেননি।