পার্বত্য চট্টগ্রাম খবর

দীঘিনালায় চা-ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নে বিচ্ছিন্ন মাথার এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ছোট মেরুং-বাঘাইছড়ি সড়কের হাজাছড়া দক্ষিণপাড়ার পুকুরের পাশে সড়কের ওপর থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, ছোট মেরুং-মারিশ্যা সড়কে জাহাঙ্গীর আলমের মাথাবিহীন পড়ে থাকা লাশটির পাশে পলিথিনের ব্যাগে আলু, ছোলা ও বিস্কুটের প্যাকেট ছিল। স্থানীয় লোকজন ঘটনাস্থলের পাশের লেকে বিছিন্ন মাথাটি খুঁজতে জাল টানছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেটি পাওয়া যায়নি।

বীরবাহু কারবারি পাড়ায় নিহত জাহাঙ্গীর(৫২) আলমের তিন মেয়ে। বড় মেয়ে পঞ্চম শ্রেণিতে ও মেজ মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আর ছোট মেয়ের বয়স দেড় বছর।

নিহতের স্ত্রী খাদিজা আক্তার(৩০) জানান, তার স্বামী জাহাঙ্গীর আলম মেরুং বাজারে চা, শিঙাড়া-পেঁয়াজু, ছোলা বিক্রি করে সংসার চালাতো। তার সাথে কারে দ্বন্দ্ব-সংঘাত নেই। প্রায়ই রাতে দোকানে বেচাকেনা শেষে বাসায় আসতো। গত রাতে বাসায় না আসায় ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে প্রতিবেশীকে বিষয়টি জানালে প্রতিবেশী খলিল মিয়া মেরুং বাজারের দোকানে তাঁকে খুঁজতে যান। বাজারের আগেই তিনি পুকুরের পাশে ইটের সড়কে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি আমাদের জানান।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম পেয়ার আহম্মেদ জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button