হাটহাজারী খবর
হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আহান (৩) নামে এক শিশুর মৃত হয়েছে।
রবিবার সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফটিকা গ্রামের জাফর সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। সে করিমের পুত্র।
নিহতের পিতা করিম বলেন, প্রতিদিনের মত সকালে আমি ঘর থেকে বের হয়ে দোকানে চলে আসি। পরিবারের লোকজন অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়।
তাকে অনেক খুঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।