বাংলাদেশরংপুর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়:: পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৫৫) ও আরিফ হোসেন (২৪) নামে বাবা-ছেলে নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় আরিফ তার বাবাসহ চাকলাহাট থেকে বাড়ি যাওয়ার সময় নতুনবন্দর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ নিহত হয় এবং আরিফের বাবা আব্দুল আজিজকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই মারা যায়। এসময় ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button