ক্রিকেট

রাঙ্গুনিয়ায় স্বপ্নছোঁয়া ক্লাবের দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

মাইকেল দাশ, রাঙ্গুনিয়া:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ৫ম বারের মতো পূর্ব সৈয়দ বাড়ি ১ নং ওয়ার্ড স্বপ্নছোঁয়া ক্লাবের আয়োজনে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়।এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে।এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শিলক দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব বনাম স্বপ্নছোঁয়া ক্লাব।এতে শিলক দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন। তৃতীয় স্থান ইছাখালী ফ্রেন্ডস ক্লাব।

মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক হিরু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাঃ এস এম কাউছার,প্রধান বক্তা ছিলেন ওসমান গণি। শুভেচ্ছা বক্তব্য দেন পারভেজ হোসেন।

স্বপ্নছোঁয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক ও উদ্দীপ্ত ব্লাড ব্যাংকের প্রধান সমন্বয়ক আকিব হোসেন মিসবাহ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, সংবর্ধিত অতিথি ছিলেন আবদুল নবী, রহিম উদ্দীন সিকদার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুর ইসলাম আজাদ,মোঃ এমরান হোসেন, মোঃ আজিম উদ্দিন,মোহাম্মদ আলম,মোহাম্মদ জাফর,মোঃ আলী হোসাইন, মোরশেদ আলম, বেলাল হোসেন,মোজাম্মেল হক,সাইফ উদ্দিন আকবর।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন সংবাদকর্মী নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম ও জাহেদ হাসান তালুকদার,খবর বাংলার ২৪ ও সাপ্তাহিক আবেদন এর স্টাফ রিপোর্টার মুজিবুল্লাহ আহাদ।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় শিলক দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় নয় হাজার টাকার চেক,স্বপ্নছোঁয়া ক্লাব রানার্সআপ হওয়ায় পাঁচ হাজার টাকার চেক।খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে এই চেক তুলে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button