
রাজশাহী:: রাজশাহীর কাঁটাখালিতে বাস-সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৭ জন নিহত হয়েছে। এছাড়াও আরও বেশকিছু যাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা বিহঙ্গ টিভিকে নিশ্চিত করছেন।
আজ (২৬-মার্চ) দুপুর ২টার দিকে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা কাজে চালাচ্ছেন। আহত দের উদ্ধার করে স্থানীয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ‘বিহঙ্গ টিভিকে জানান, ‘দুপুরে রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী লেগুনা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও লেগুনাটি কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হলে।
https://youtu.be/yVLz-KSW8EQ
এতে মাইক্রোবাসের ভেতরেই একই পরিবারের আগুনে পুড়ে ১১ জন নিহত হন। এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ছয়জন মারা যান।
তবে এখনো নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করা যাইনি।
বিএন/হামজা/বিহঙ্গ টিভি