শিল্প ও সাহিত্য

তুমি আসবে বলে

মারিয়াফ রাখী::

আমি এখনও শুভ্র সাদা মেঘে ভাসিনি
তুমি আমায় ভাসাবে বলে।
অন্ধকার কুঠুরি হতে দোর খুলে
বাহির পানে চাইনি
তুমি আমায় আকাশ দেখাবে বলে।
আমায় নিতে এসেছিল শরতের কাশফুল
আমি যাইনি তুমি আমায় কাশফুলে সাজাবে বলে।
আমি যাইনি শিশির ভেজা শিউলি তলায়
তুমি আমায় শিশির কণায় ভেজাবে বলে।
আমায় ডেকেছিল উদ্যম হাওয়া
আমায় ডেকেছিল স্বর্নালি সন্ধ্যা
আমায় ডেকেছিল আঁধার রাতের ঝলমলে তারা
আমি যাইনি শুধু তুমি আসবে বলে।
শরৎ শেষে হেমন্ত প্রকৃতির কোলে ছুঁয়ে গেলো
আমি যাইনি সে রূপের মায়ায় তুমি ছুঁয়ে দিবে বলে।
আমায় ডেকেছিল শাখের ধ্বনির সিঁদুর সন্ধ্যা
আমি যাইনি তুমি আমায় রাঙাবে বলে।
আমি কোথাও যাইনি! আমি যেতে পারি না!
তোমার জীবনে একজন মেহেদী পাতা হবো বলে..!
শুধুই তোমার মেহেদী পাতা ।

লেখক: মারিয়াফ রাখী, কবি ও প্রাবন্ধিক।

 

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button