বাংলাদেশযশোর

খাগড়াছড়িতে ১০১গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলার দু:স্থ অসহায় ও গৃহহীন ১০১টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার(১৭মার্চ) দুপুরের দিকে
খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাবি হস্তান্তর করেন, শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কমকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে জেলার ৯টি উপজেলায় ১০১টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে জেলা শহরের ১৭টি এবং অন্যান্য উপজেলায় স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button