খবরাখবর

কাপ্তাই শিলছড়ি ‘বড়শী রির্সোট’ ভিত্তি প্রস্তর উদ্বোধন 

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি: রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ি ‘বড়শী রির্সোট’ ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯নভেম্বর) বিকাল ৪টায় শিলছড়ি সীতাপারস্থ মনোরম পরিবেশে শিলছড়ি ‘বড়শী রির্সোট ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।এর আগে সকালে কুরআন খতম এবং বিকালে দোয়া মুনাজাতের মাধ্যমে রির্সোটটি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের  সাবেক  চেয়ারম্যান মো.দিলদার হোসেন, বড়শী রির্সোট চেয়ারম্যান ডাঃ জন হালদার, পরিচালক রেজাউল করিম,ইমতিয়াজ হাসান, মো.রিয়াজ, ডাক্তার আজাদ, ডাক্তার ফরিদুল ইসলাম, বজলুল করিম, কাপ্তাই প্রেসক্লাবে সাবেক সভাপতি মো.কবির হোসেন, কাজী মোশাররফ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়শী রির্সোট চেয়ারম্যান ডাক্তার জন হালদার জানান, কাপ্তাই পাহার,নদী,লেক ও মনোরম পরিবেশে সকল পর্যটকদের জন্য সুন্দর একটি রির্সোট অচিরেই উপহার দেওয়া হবে। কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা বলেন কাপ্তাই সৌন্দর্যের রানী। আশাকরি বড়শী রির্সোট টি সকলের জন্য পছন্দনীয় একটি রিসোর্ট হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button