খবরাখবর

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়ি বহর

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জনা যায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারেঙা থেকে কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

তাদের সঙ্গে আরও অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন। ওই গাড়িবহরের একটি কারগাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির সামনের অংশে ভেঙে যায়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কালাল উদ্দিন জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।।আমার তাদের জিজ্ঞাসাবাদ করতেছি। এব্যাপরে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Please follow and like us:

Related Articles

Back to top button