গবেষক হতে চাই-সকল সংবাদ

বাংলাদেশের বর্তমান গবেষণা পরিস্থিতি থেকে উত্তরণের উপায়

আমির হামজা, বিহঙ্গ টিভি:: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ব করতে কাজ করছে “গবেষক হতে চাই” নামক এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। যা বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তের তরুণ গবেষকদের পথ দেখাচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নতুন জ্ঞান সৃষ্টির স্থান হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্ল্যাটফর্মটির সূচনাকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও তরুণ গবেষক মো: ছাবির হোসাইন।

টেকসই উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করাই এই প্লাটফর্মের মুখ্য উদ্দেশ্য। প্ল্যাটফমটি তার মুখ্য উদ্যেশ্য বাস্তবায়নে নিমিত্তে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টি; অভিজ্ঞ গবেষক তৈরি; গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগীতা বৃদ্ধি; উচ্চশিক্ষায় (মাস্টার্স ও পিএইচডি) অনুপ্রেরণা প্রদান করাসহ নানাবিধ কাজ করে যাচ্ছে।

প্ল্যাটফর্মটি সমসাময়িক প্রযোজনীয় বিষয়গুলোর উপর আলোচনা ও ওয়েবিনার আয়োজন করে থাকে।

গবেষক হতে চাই এর ১ম বর্ষপূতি উপলক্ষে গত বুধবার বাংলাদেশের গবেষণার বর্তমান অবস্থা ও তা থেকে উত্তোরণের সম্ভাব্য উপায়- শীর্ষক আলোচনার আয়োজন করে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোহাম্মদ সামশুর আরেফিন, চুয়েট। বাংলাদেশ প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: সাইফুদ্দিন শাহ, ভাই- চ্যান্সেলর ফেনী ইউনিভার্সিটি। অধ্যাপক সাইদুর রহমান, (সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়া) ভার্জিনিয়া টেক, আমেরিকা। এবং ওসাকা ইউনিভার্সিটি জাপান: ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক মো: আতিকুর রহমান আহাদ।

আলোচনাটি পরিচালনা করেছেন মো: ছাবির হোসাইন। এই অলোচনায় দিক-নির্দেশনামূলক কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যার মাধ্যমে বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো গবেষণায় এগিয়ে যাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button