রাঙ্গুনিয়া পাইলট স্কুলের ৯৮ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত
কাপ্তাই প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের পূনর্মিলনী শুক্রবার (৪ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে রাতে প্রীতিভোজের মধ্যে দিয়ে শেষ হয়। কর্মসূচিতে ছিল চা-আড্ডা, আলোচনা সভা।
“যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে চল মিলি একসাথে আজি এ আনন্দক্ষণে” শিরোনামে আলোচনায় অংশ নেন এসএসসি ৯৮ ব্যাচ এর শিক্ষার্থী ডা. উৎপল বড়ুয়া, ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন, মো. শাহরিয়ার, সুলতান মাহমুদ বেলাল, নোবেল বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, লিংকন বড়ুয়া, ব্যাংকার নিজাম উদ্দিন স্বপন, আনসারুল ইসলাম সুজন, আবু বক্কর সিদ্দিক।
অ্যাডভোকেট জয় বড়ুয়া, ব্যবসায়ী সোহেল চৌধুরী, মো. শাহ, শিম্পু বড়ুয়া,মো. রাসেল, সঞ্জয় বড়ুয়া, রোজেন বড়ুয়া, মো. ইলিয়াস, সরকারি চাকরিজীবি মাইদুল ইসলাম, নাছির উদ্দিন, সৌরভ তালুকদার. মুকিদুল হক, রূপন কুমার দাশ, মো. মহিউদ্দীন,বিপ্লব বড়ুয়া, সাংবাদিক আব্বাস হোসাইন।
১৯৯৮ সালে এসএসসি পাশের পর দীর্ঘদিন পর স্কুল সহপাঠী অনেকের সাথে দেখা। ২৫ বছর পর স্কুল বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। খুঁনসুটি,আনন্দ আড্ডায় মেতে উঠেন সবাই। কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যান তারা।