প্রবাসীর খবর
আমিরাতে ৬৫ কোটি টাকা বিজয়ী ফটিকছড়ির প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর নামের এক বাংলাদেশি প্রবাসী।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ৭নম্বর ওয়ার্ডে তারঁ গ্রামের বাড়ি।
৫০ বছর বয়সী এই প্রবাসী ২০০৭ সাল থেকে লটারির টিকিট কিনছেন। অবশেষে ৩ অক্টোবর বৃহস্পতিবার স্বপ্নের সেই লটারি জিতেছেন তিনি।
জানা যায়, তিনি এবং তার বন্ধুরা মিলে পাঁচটি টিকিট কেনেন। এরমধ্যে একটি বিজয়ী হয়েছে। আবুল মনসুর ও আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। তিনি আরব আমিরাতের আবুধাবিতে থাকেন।
তিনি বলেন, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন। বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন অবাক হয়ে যান বলে জানিয়েছেন তিনি। এর আগে গত মাসেও ফটিকছড়ি আরও কয়েকজন প্রবাসী এই লটারিতে ভাগ্য পরিবর্তন হয় তাদের।
Please follow and like us: