কবিতা
আকাশের চাঁদ | মুহাম্মদ মাসুদ রানা
মুহাম্মদ মাসুদ রানা:
লক্ষ তারার মাঝে তুমি
ঝলমল হয়ে আছো
সন্ধ্যা বেলা পাই যে দেখা
রাতের বেলায় হাসো।
রাতে থাকো ঐ আকাশে
হারিয়ে যাও ভোরে
সূয্যিমামা উঠার পরে
থাকো তুমি দূরে।
জ্যোৎস্না রাতে জোনাক পোকা
ঝিকিমিকিই জ্বলে
চাঁদনি ভরা তারার মেলা
এদিক-সেদিক চলে।
আলো ছড়াও ঐ আকাশে
জ্যোৎস্না ভরা রাতে
ফুলের সুবাস মুগ্ধ করে
মায়াবীরই সাথে।
মধুর ক্ষণে রাত্রি ভরা
আমি চেয়ে দেখি
তাঁর রূপেতে জুড়ে আছে
এক অপরূপ চাকি।
Please follow and like us: