রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা
রাঙ্গুনিয়া সংবাদদাতা: দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মো: কামাল উদ্দিনের ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মো.কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আরো আসামিরা হলেন, এরশাদ মাহমুদ, বদিউজ্জামান বদি,আবু জাফর চেয়ারম্যান, সায়েদ,জাহেদ হোসেন,মুরাদ হোসেন,তারেক উদ্দিন রানা, সুমন, রাসেল, আব্বাস আলী,সালাউদ্দিন, হাফেজ, পারবেজ, জাফর, উজ্জল বড়ুয়া,রফিক মাষ্টার,করিম,টিটু বড়ুয়া,সোহেল, হোসেনুজ্জমান বাচ্চু,রাজেস, সন্জয়দে,হোসেন সওদাগর, আক্তার হোসেন,টিটু,ফারুক,নুরুন্নবী, হারুন, সোহেল, এমদাদ,জাহাঙ্গীর আলম বাদশাহ, মিজান,জাহেদ ড্রাইভার, আমিনুল হক,নুর আলম,কবির তালুকদার,হিরু,নজরুল সওদাগর,মো: ছাবের মাষ্টার, রফিক মাষ্টার ও অন্জন মাষ্টার।
বাদীর আইনজীবী ড.মঈন উদ্দিন আহমদ বলেন, গত ১৮ জানুয়ারি ২০২১ তারিখে রাঙ্গুনিয়া পদুয়া নারিশ্চা কাদেরের বাজারের কাদেরের দোকানের সামনে হামলার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৪২জনকে আসামি করে মামলা আবেদন করা হয়।
বিজ্ঞ আদালত শুনানি শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বাদী মো: কামাল উদ্দিন বলেন, আমাকে যারা হামলা করেছে,সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
অভিযোগে বলা হয়, গত ১৮ জানুয়ারি ২০২১ তারিখে সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় পদুয়া নারিচ্ছা কাদেরের বাজার ফজল কাদিরের দোকানের সামনে মামলার বাদী উপস্থিত হইলে পূর্ব পরিকল্পিতভাবে ১ নং আসামির বিশেষ নির্দেশে ২ নং আসামীর তত্বাবধানে অন্যান্য আসামিগণ অতর্কিতভাবে চলমান সিএনজি গাড়ি হইতে মামলার বাঁদিকে নামাইয়া আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে মামলার বাদির ডান হাতে আঘাত করিলে উক্ত হাত ভাঙ্গিয়া বাদে মাটিতে লুটিয়ে পড়ে, এমতাবস্থায় আসামিদের হাতে থাকা লাঠি দিয়া এলোপাতারি আঘাত করিয়া মামলার বাঁদিকে মাথা ফাটাইয়া দিয়া প্রায় মৃত অবস্থায় ঘটনাস্থলে ফেলে দিয়া বাদিকে ইচ্ছামত পিটায় ও ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এবং মামলার বাদির পকেট হইতে মোবাইল চিনিয়ে নেয়।