ফুটবল

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ:: সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে- সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন ষ্টেডিয়াম খেলার মাঠে- উক্ত খেলার অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাস্মদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশসুপার হাসিবুলআলম বিপিএম, জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিল্টন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য ও ক্রীড়ানুরাগী ইমলেদা হোসেন দীপা প্রমুখ।

অনুষ্ঠানটির সভাপতিত্বকরেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন। শুভেচ্ছান্তে ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা । জানা যায় যে, ৭ -জুন হতে ১২জুন-২০২১ পর্যন্ত এ খেলা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button