উপলব্ধি | উম্মে হাবিবা চৌধুরী
উম্মে হাবিবা চৌধুরী::
শৈত্য ছন্দে তীব্র লয়ে
হিম হিম পবন ধারা
ঝিরিঝিরি বহে বায় উত্তরী
শিন্ শিন্ কম্পিত মাধুরী।
কুন্ত ঝরা ঘাসের ডগা
শুভ্র বিন্দু শিশির কণা
নেথিয়ে পড়া কুঞ্জ শাখা ভেজা পাতা
বাঁশের মাচা ঝবু তবু পাখির ছানা,
হিমেল পবনে মেলছে ডানা
কানন ছায়ে উড়ছে ফড়িং
ফুলের সৌরভ প্রজাপতি রঙিন।
পৌষের শেষে মাঘের শীতে
কাঁপন ধরা হিমাদ্রী শীতল পারা,
কুয়াশা ঢাকা রৌদ্র ছায়া
সূর্যের হাসি মলিন কায়া।
আবীর মাখা পরশ জাগা
গরম গরম রসের পিঠা
খেতে বেজায় মজা,
তপ্ত স্পন্দন উষ্ণ আভরণ শীতের ভূষণ
মন চায় থাকতে খুবই
লেপের ভিতর ভীষণ।
ভাগ্যহত বাস্তুহারা যতো
অসহায়ত্বে নির্মম দায়ভারে
নিরুপায় কতো
হাড়কাঁপা কনকনে শীতের রাতে
কাতর হয়ে পথের পাশে
শুয়ে বসে ঘুমিয়ে পড়ে
খোলা আকাশের নীচে
নিদারুণ পরিহাসে।
ক্ষুধার্ত ছিন্নমূল পথশিশুরা
উদোম গায়ে জীর্ণশীর্ণ বাসে
খাবার তালাশে বিপন্ন চেহারা
প্রতিকূল নিয়তির চরম সত্য নির্দয় ঘাতে
অবহেলিত সুবিধা বঞ্চিত তারা।
মানবিক প্রসন্নতা সুকুমার অভিলাসে
রাখতে পারি মোরা
সামর্থ্যের অনুকূলে
তাদের তরে একটু মায়া।
নহে বিভাজন নহে দ্বিধা
মুক্ত চেতনা উজ্জ্বল ভাবনা
বিবেকের তাড়না দয়াদ্র মহিমা
নমোঃ নমোঃ সত্য সুন্দর সাধনা।
❝বস্ত্রহীনকে বস্ত্র
ক্ষুধার্তকে অন্ন
তৃষ্ণার্তকে পানি
দুঃস্থকে সেবা
মর্ত্যের ধরা
অমর্ত্য লয়ে
অন্তহীন ছোঁয়া❞