খবরাখবর

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে নিহতের পরিবারের পাশে বন বিভাগ

কাপ্তাইয়ে রামপাহাড় বিটে বন্যহাতির আক্রমনে নিহত পরিবারের পাশে বন বিভাগ

অর্ণব মল্লিক, কাপ্তাই:: রাঙামাটির কাপ্তাইয়ে রামপাহাড় বিটে বন্যহাতির আক্রমনে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বেলায় ১টায় দক্ষিণ রাঙ্গামাটি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলমসহ বন বিভাগের লোকজন নিহত পরিবারের বাসায় যায়।

সেখানে পরিবারের সকলকে সমবেদনা জানান।এবং নিহত স্কুল শিক্ষার্থী অংশেহ্লা মারমার সৎকার বিষয়ে খোঁজ খবর নেয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আমরা উক্ত ঘটনায় বন বিভাগের পক্ষ হতে সমবেদনা জানাই। এবং পরিবারের সকলকে হাতি-মানুষের মধ্যে দ্বন্ধ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করি। এবং আগামি দুই থেকে তিন মাসের মধ্যে সরকারি ভাবে বন বিভাগের পক্ষ হতে নিহত পরিবারকে ৩লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করি।

এছাড়া কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন সার্বক্ষনিক খোঁজখবর নিয়েছেন বলে তিনি জানান।

এসময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান, ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত,বুধবার বিকালে রামপাহাড় জঙ্গলে গরু চড়াতে গিয়ে বন্যহাতির আক্রমনে নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থী অংশেহ্লা মারমা নিহত হয়। এবং বৃহস্পতিবার বিকাল ৪টায় নিহত শিক্ষার্থীর সৎকার সম্পন্ন করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button