খবরাখবর

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিলাইছড়ি থানার আয়োজনে মতবিনিময় সভা

অর্ণব মল্লিক, কাপ্তাই:: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ খ্রিঃ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার) এর সার্বিক দিক-নির্দেশনায় বিলাইছড়ি থানা আয়োজনে বিলাইছড়ি পূজা উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থানা কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতার হোসেন বিলাইছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সহ পূজা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহিত দিক-নির্দেশনা মূলক মতবিনিময় সভা করেন।

উক্ত সভায় বিলাইছড়ি থানা এলাকার মন্দিরের দূর্গা পূজা উদযাপন কমিটিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর এবং সাবলীল ভাবে উদযাপনের জন্য যাবতীয় করণীয় ও বর্জনীয় বিষয়াদি সংক্রান্তে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকা এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ধর্ম বিষয়ক সাম্প্রদায়িক ও উস্কানি মূলক কোনো পোস্ট শেয়ার, কমেন্ট না করা, পাহারা জোরদার করা, নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা প্রবেশের ব্যবস্থা করা, স্বেচ্ছাসেবক টিম মোতায়েন সহ স্বেচ্ছাসেবক পরিচিতি কার্ড ব্যবহার করা, পূজা মন্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত কল্পে সিসি ক্যামেরা স্থাপন ও সিসি ক্যামেরা সচল আছে কিনা তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা মনিটরিং করার জন্য সর্বক্ষণ লোক নিয়োজিত রাখা, ব্যাকআপ এলইডি লাইট লাগানো, জেনারেটরের ব্যবহার নিশ্চিতকরণ, নামাজের সময় বাদ্যযন্ত্র সীমিত ব্যবহার করা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়া সহ করণীয় নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button