খবরাখবর

লায়ন্স ক্লাব ইম্পেরিয়াল সিটি ও বেতাগী আনজুমানে রহমানিয়ার বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্প সম্পন্ন

চরম দূর্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রোগীদের আগ্রহ ও উপস্থিতিতে বেতাগী আনজুমানে রহমানিয়া ও লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি’র যৌথ আয়োজনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক কুতুবে জমান শাহছুফী মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৫তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ০৫ আগষ্ট শনিবার সকাল ৯ ঘঠিকা হতে দুপুর ২:৩০ টা পর্যন্ত বিনামূল্যে সমন্বিত চিকিংসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়।

সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে ৭৮ জন রোগীকে মেডিসিন, ৬০ জন রোগীকে গাইনি, ৫০ জন রোগীকে শিশু, ২০০ জন রোগীকে চর্ম, ৫০ জন রোগীকে নাক, কান ও গলা, ২০০ জন রোগীর রক্তের গ্রুপ নির্ণয়, ১৫০ জন রোগীর ডায়াবেটিক স্ক্রিনিং এবং ২০০ জনের অধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই চিকিৎসা সেবা ক্যাম্প বাস্তবায়নে হৃদস্পন্দন এর ডাঃ হিরা, ডাঃ তাসনিম, ডাঃ সাদমানের নেতুতে মেডিকেল শিক্ষার্থী নুসরাত, রাইসা, ফারহান, সায়মা, ইসরাত, আয়মান, সামী, সিফাত, আবদা, জাওয়াত, হৃদয়, রাইয়ান, হাসনাত, তারেক, আফিয়া এর সহযোগিতায় সমন্বিত মেডিকেল চিকিৎসা সেবা ডাঃ সাইফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে লায়ন্স চক্ষু হাসপাতালের টিম চক্ষু চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক স্ক্রিনিং এ লিও কাজল, লিও আল ফয়সাল, লিও ইশতিয়াক, লিও মিনহাজ, লিও মাহফুজ, লিও রাকিব প্রমূখ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

পাশাপাশি ক্যাম্পে আগত সকল রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে হৃৎস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন) চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের এর সহযোগিতায় বিনামূল্যে এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হয়। এই ক্যাম্পে স্বেচ্ছাসেবী সহযোগিতা করেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা স্কাউট টিম।

এই সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ, বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, বেতাগী রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, শিক্ষক মোহাম্মদ হাসান, লায়ন মোহাম্মদ মিজানুল করিম, লায়ন্স আই হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় পরিষদের সদস্য ডাঃ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলী আকবর, বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুল হক, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির, প্রাক্তন প্রেসিডেন্ট তৈয়বুন্নেছা রাবেয়া, ইম্পেরিয়াল সিটির পরিচালক লিও সিরাজুল ইসলাম রিপন,লিও জেলার জোন ডিরেক্টর (ক্লাবস) ও প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লিও সৌমেন বড়ুয়া,বর্তমান প্রেসিডেন্ট লিও এডভোকেট জয়নুল আবেদীন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ আদর, ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহম্মদ মোফাচ্ছেল চৌধুরী,আবদুর রহিম প্রমুখ।

চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।

Please follow and like us:

Related Articles

Back to top button