কদলপুরে আজিমুশশান সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত
রাউজানের কদলপুরে গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত ইমাম হোসাইন (রহ.) ইউনিট শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ৫ম তম আজিমুশশান সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে কদলপুর ইউনিয়নের বিনি গোমস্তার জামে মসজিদে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ ইলিয়াছ নূরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল হক চৌধুরী লাভলু।
উদ্বোধনী বক্তব্য রাখেন হযরত ইমাম হোসাইন (রহ.) ইউনিট শাখার সভাপতি ও সাবেক ইউপি সদস্য জয়নুল আবেদীন জয়নাল। গাউসিয়া কমিটি বাংলাদেশ ইমাম হোসাইন (রহ.) ইউনিট শাখার উপদেষ্টা শাকিল মাহমুদ। ছাতনেতা মুমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী খোরশেদুল আলম, হযরত ইমাম হোসাইন (রহ.) ইউনিট শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ তসলিম কাদের চৌধুরী, আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাজী ছিদ্দিক আহম্মদ কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী।
বিশেষ আলোচক ছিলেন বিনি গোমস্তার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জামির হোসেন।
আরও উপস্থিত ছিলেন হযরত ইমাম হোসাইন (রহ.) ইউনিট শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাকিব মাহমুদ। দাওয়াতে খাইর সম্পাদক মোঃ নূরখান, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সাজ্জাদ, মোঃ সারুফ, মোঃ জুবায়েদ, মাহমুদ হাসান, মুহাম্মদ রকি, মোহাম্মদ লুৎফর, মোহাম্মদ সাজিদসহ আরও অনেক।
এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা এই মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।