খবরাখবর

কাপ্তাইয়ে ১৫ শত ৫৮ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার

অর্ণব মল্লিক, কাপ্তাই:: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ শত ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ দুইজনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার (৩১ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে কাপ্তাই থানা সংলগ্ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেক পোস্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ পাচার করার সময় ট্রাক সহ জড়িতদের গ্রেফতার করে।

এ ঘটনায় মদ পাচার কাজে ব্যবহ্রত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

এছাড়া গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ কারিম এবং মোঃ ইসমাইল। কারিম লক্ষীপুর জেলার রামগতি থানার সোহরাব উদ্দীন এর ছেলে এবং ইসমাইল রাঙামাটির কাউখালী উপজেলার মহিউদ্দীন এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, কাপ্তাই থানার পুলিশের এসআই স্বরুপ কান্তি পাল এবং মোঃ ইমাম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

এসময় মদ পাচার করার সময় একটি ট্রাক যার নং (চট্টমেট্রো ন ১১-২০৭৬) সহ উল্লেখিত দুই ব্যক্তিকে আটক করা হয়।

এছাড়া ট্রাকটি তল্লাশি করে দেশীয় তৈরি ১৫ শত ৫৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us:

Related Articles

Back to top button