মতামত

ঈদ-উল-আযহা | উম্মে হাবিবা চৌধুরী

উম্মে হাবিবা চৌধুরী::

কুরবানী এতো পশু হত্যা নয়
সত্য জয়
জাগ্রত বিবেক
মর্দেমুমিন।
চিরভাস্বর চিরন্তন
আত্মশুদ্ধির পথ
মহান স্রষ্টার
সন্তুষ্টি অর্জন।

আল্লাহর কাছ থেকে স্বয়ং
স্বপ্নাদিষ্ট নবী হযরত ইব্রাহীম (আঃ)
আল্লাহ্ র রাহে
চালাইলেন খঞ্জর
প্রাণপ্রিয় শিশুপুত্র
ইছমাইলের গল এ,
আল্লাহ তাঁর এ মহতীময় আত্মোৎসর্গ
করিলেন কবুল
তবে তাঁর শিশুপুত্র
ইছমাইল নহে
জবাই হলো এক দুম্বা
যাহা ফিরিস্তা মারফত
উপহার হিসেবে
মহান প্রভুর পক্ষ থেকে আসা।

স্মরণীয় মহামানবগণ
করেছেনে নির্মিত
যাঁরা সত্যের স্তম্ভ,
তাঁদের জীবন প্রত্যয়
গতিময়তা অনন্তমুখী অনন্তধারা
অমৃতলোকে রচে অমৃতসুধা।

কুরবানী এতো
পশু হত্যা নয়
সকরুণ আর্তনাদ
অর্ধাহার অনাহার
হররোজ যাদের
দিতে হবে ন্যায্য হিস্যা তাদের।

নহে দীনতা
নহে কার্প্যণ্যতা
উৎসব আমেজ
পারস্পরিক বদান্যতা
ঈদ-উল-আযহা।

কুরবানী এতো নহে পশুহত্যা
ধুয়ে মুছে যাক
যতো সব জরাজীর্ণতা।
বিভেদ হিংস্রতা
তিমিরঘন অন্ধকারাচ্ছন্ন
যতোসব সমাজব্যাধি
পাপ পন্কিলতা
অবার্চীন অশুভ শক্তি।
পরিশীলিত সার্বজনীন
জীবন দর্শন বোধ
জাগরিত হোক
মানব প্রাণ,
দেদিপ্যমান সূর্য আলো
বিকশিত হোক অন্তরময়
স্নিগ্ন শীতল আভা
শুরভিত হোক
মানব আত্মা।

কুরবানী সেতো সত্যর পথে
পূণ্যের জয়
ঘুচে যাক যতো সব গ্লানি,
মনুষ্যত্বহীনতা স্বার্থপরতা
সুদৃঢ় হোক সহমর্মিতা
চির ভ্রাতৃত্ব বন্ধন।

জ্যোতির্ময় ত্যাগ
শুভ্রসূচিত বহুমাত্রিক
মানবিক মূল্যবোধ
মানব সভ্যতার সামগ্রিক
গ্রন্থিসমূহ হোক গ্রোথিত।

কুরবানীর তাকওয়া
সত্যের পথে
সীমাহীন গন্তব্যের দিকে
এগিয়ে যাওয়া
জীবনের পরকালীন
পূণ্যময় এক চাওয়া
স্বমহিমায় উত্তীর্ণ
পবিত্রময় ঈদ-উল-আযহা,
পরমত্যাগ পরম আয়োজন
পরম শুদ্ধি পরম তুষ্টি
সমুজ্জ্বল এক নিদর্শন।

Please follow and like us:

Related Articles

Back to top button